ছবি: ইউএনবি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিহত বাসচালকের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি একই উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।