দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,১৭৯ জন ডেঙ্গু রোগী। সোমবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
এ সময়ে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় সর্বাধিক ৫৬৮ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন ও দক্ষিণ সিটিতে ১৫৭ জন। অন্যদিকে, বরিশালে ১৬৯, চট্টগ্রামে ১৫১, খুলনায় ৭০, ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১০৯, রংপুরে ১২ এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে ১,১১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে চলতি বছরে মোট ৭৬,০০৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর প্রকোপ এখনও উচ্চমাত্রায় রয়েছে, তাই মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।