নভেম্বর ১০, ২০২৫, ০৪:২৫ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মহান মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, একটি মহল ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র করছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “আজ এমনভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে যেন ১৯৭১ সালে কিছুই ঘটেনি। আমরা নাকি কোনো অবদান রাখিনি, মুক্তিযুদ্ধটাই ছিল না— এমন ধারণা তৈরি করা হচ্ছে। এটি দেশের আত্মাকে মুছে ফেলার চেষ্টা।”
তিনি আরও বলেন, “যারা একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তারা এখন নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে। মুক্তিযোদ্ধাদের হত্যা, নারী নির্যাতন, পরিবার ধ্বংস— এসব যারা করেছিল, তাদের উত্তরসূরিরা আজ দেশটাকে গ্রাস করার চেষ্টা করছে। মুক্তিযোদ্ধাদের আবার গর্জে উঠতে হবে।”
ধর্মীয় বিভেদ ও রাজনৈতিক অপপ্রচার নিয়ে তিনি বলেন, “একটি চক্র ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে মানুষকে বিভক্ত করতে চাইছে। আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই, একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গে স্বাধীনতা এনেছি। এখন কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কেউ কেউ নির্বাচন পিছিয়ে দিতে চায়। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার দ্রুত তফসিল ঘোষণা করে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করুক।”
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম, আহ্বায়ক, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলী।