ছবি: সংগৃহীত
রাজধানীর শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় সোমবার (১০ নভেম্বর) সকালে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, প্রথম ঘটনা ঘটে সকাল ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরের বাস্তালা বাস স্ট্যান্ডে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি।
রাশেদ বলেন, বাস দুইটিতে কীভাবে আগুন লাগে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই ঘটনার তদন্ত করছে।