দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১২:৫১ পিএম

দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের নতুন আশার নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই মিডফিল্ডার এখন পুরো দেশকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন। লাল-সবুজের জার্সি গায়ে তুলে নিয়েই তিনি হয়েছেন বাংলাদেশের ‘পোস্টারবয়’।

ফুটবলের এই উজ্জ্বল নক্ষত্র আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হামজাকে ঘিরে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ভবনে প্রবেশের মুহূর্তেই ভক্ত ও সাংবাদিকদের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তবে আগ্রহী ভক্তদের ভিড়েও হাসিমুখে সবার সঙ্গে মিশে যান ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব লেস্টার সিটির এই তারকা।

বাংলাদেশে আসলেই মানুষের ভালোবাসায় আপ্লুত হন হামজা। তিনি বলেন, “আমি যে ভালোবাসা পাই, সেটা খুব যত্নে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থন সবার সঙ্গে ভাগ করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার অনুপ্রেরণা দেয়।”

পরিবারের প্রসঙ্গ টানলে তিনি যোগ করেন, “যখনই বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা আবার ফিরতে চায়। ইনশাআল্লাহ, তারা আগামী মার্চে বাংলাদেশে আসবে।”

সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান হামজা। অনুষ্ঠানে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, “প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।”

লেস্টার সিটির নিয়মিত খেলোয়াড় হামজা বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে খেলছেন ‘নম্বর এইট’ পজিশনে। গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচসহ এখন পর্যন্ত দেশের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন তিনি।

তার আগমনে ফুটবলে নতুন জোয়ার এসেছে—এর প্রমাণ মিলেছে সম্প্রতি। বাংলাদেশের এক ম্যাচের সাধারণ গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে যায়।

এই জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে হামজা বলেন, “এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং আমার বাবা-মায়ের জন্য দেশকে প্রতিনিধিত্ব করতে চাই।”

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে।

Link copied!