ছবি: সংগৃহীত
কাতারে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে নাটকীয়ভাবে থেমে গেল আর্জেন্টিনা যুব দলের যাত্রা। মেক্সিকোর সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের উত্তরসূরিরা।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা—টানা তিন ম্যাচে বেলজিয়াম (৩-২), তিউনিশিয়া (১-০) ও ফিজিকে (৭-০) হারিয়ে নকআউটে ওঠে তারা। কিন্তু নকআউটের প্রথম ধাপেই ব্যর্থ হয় দলটি।
অন্যদিকে, ফেয়ার প্লে রুলে সুবিধা পেয়ে মেক্সিকো নকআউটে জায়গা করে নেয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও টাইব্রেকারের ব্যর্থতাই আর্জেন্টাইন যুবাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।