নভেম্বর ১৩, ২০২৫, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের পরপরই জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ঘোষিত সিদ্ধান্তে জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, জাতীয় নির্বাচনের মতোই গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে।’
তিনি ওই ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সনদের প্রস্তাবসমূহ নিয়ে গণভোট আয়োজন এবং আসন্ন জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন।