ডব্লিউডব্লিউইকে বিদায় জানাচ্ছেন জন সিনা, ‘র’-এ উঠছেন শেষবারের মতো রিংয়ে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০১:০৮ পিএম

ডব্লিউডব্লিউইকে বিদায় জানাচ্ছেন জন সিনা, ‘র’-এ উঠছেন শেষবারের মতো রিংয়ে

২৩ বছরের গৌরবময় ক্যারিয়ার শেষে ডব্লিউডব্লিউইকে বিদায় জানাতে যাচ্ছেন সুপারস্টার জন সিনা। আগামী সোমবার রাতে ‘র’–এর মঞ্চে শেষবারের মতো রিংয়ে দেখা যাবে তাকে। নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই ম্যাচই হবে তার বিদায়ী ম্যাচ।

সামাজিক মাধ্যম এক্সে সিনা লিখেছেন, “এই সময়ে আমি ৫৪৪টি ম্যাচ খেলেছি—যা ডব্লিউডব্লিউই ইতিহাসের সর্বোচ্চ। আমার সবচেয়ে প্রিয় ম্যাচ? সেটাই, যা সামনে অপেক্ষা করছে। আর সেটাই হবে আমার শেষ ম্যাচ।”

ডব্লিউডব্লিউই এখনো ঘোষণা করেনি শেষবারের মতো কার বিপক্ষে রিংয়ে উঠবেন তিনি। এ মুহূর্তে সিনা তার বিদায়ী সফর ‘লাস্ট টাইম ইজ নাউ’ নিয়ে ব্যস্ত, যা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ‘স্যাটারডে নাইট’স মেইন ইভেন্ট’–এর মাধ্যমে।

গত ১০ নভেম্বর, নিজ শহর বোস্টনে টিডি গার্ডেনে, সিনা ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে প্রথমবারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখান জন সিনা।

Link copied!