আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৩ পিএম

আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় গত কয়েকদিনে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় অগ্নিসন্ত্রাসীরা। এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এসব ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Link copied!