আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করতে প্রস্তুত তিনি

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৫:৪৭ পিএম

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করার অভিযোগে সংবাদমাধ্যমটি ক্ষমা চাইলেও শান্ত হননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন।

এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা অবশ্যই মামলা করব। তারা যেভাবে আমার বক্তব্য কাটছাঁট করেছে, সেটি মিথ্যা ধারণা তৈরি করেছে।"

বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের ৬ জানুয়ারির ভাষণের বিভিন্ন অংশ একসঙ্গে জোড়া দিয়ে প্রকাশ করা হয়। এতে এমন ধারণা তৈরি হয় যে, তিনি সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন।     ইস্যুটি সামনে এলে বিবিসি স্বীকার করে যে সম্পাদনায় ভুল ছিল এবং এজন্য তারা ক্ষমাও চেয়েছে।

তবে সংবাদমাধ্যমটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না। বিবিসির আইনজীবীরা ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাবেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে তথ্যচিত্রটি প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন। তবে বিবিসি ভিডিওটি সরালেও ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে।

ঘটনার পর বিবিসির ভেতরে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সমালোচনার মুখে পদত্যাগও করেছেন।

বিবিসির ক্ষমা প্রার্থনা সত্ত্বেও ট্রাম্পের অবস্থান এখনো কঠোর। তিনি বলেন, “যা করা হয়েছে, তা শুধু ভুল নয়—এটি উদ্দেশ্যমূলক বিকৃতি। এর জবাব আইনের মাধ্যমেই দেওয়া হবে।”

এখন দেখার বিষয়, ট্রাম্পের এই উচ্চমূল্যের দাবি আদালতে কতটা গ্রহণযোগ্যতা পায় এবং মামলাটি যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের দুই বড় সংবাদ জগতের জন্য নতুন নজির তৈরি করে কি না।

Link copied!