সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৫:২৫ পিএম

সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা-পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু এবং ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত—দুজনেই গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হিরো আলম হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক স্ত্রী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করার পর গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরেকজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হিরো আলম নিজ অফিসেই ছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার পরবর্তী কার্যক্রম আদালতে পরিচালিত হবে।

Link copied!