করোনা পরবর্তী বিশেষ অভিজ্ঞতা ও আয়োজনে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা ’শুন্য’। আগামী শুক্রবার ১২ ফেব্রুয়ারি ১০ দিন ব্যাপী এই মেলায় দৃকপাঠ ভবনের বিভিন্ন তলায় এই উৎসব পালিত হবে। সীমিত পরিসরে দেশিয় দর্শক উপস্থিতি থাকলেও আন্তর্জাতিক দর্শকদের কাছে ভার্চুয়াল প্রদর্শন হবে।
এই ছবি মেলা ’শূন্য’ কিউরেটর করছেন এ এস এম রেজাউর রহমান, তানজিম ওয়াহাও ও সরকার প্রতীক। অতিথি কিউরেটর হিসেবে থাকবেন আনুস্কা রাজেন্দ্রান, নাজমুন নাহাজার কেয়া ও জিহান করিম। গত ২ দশক ধরে হয়ে আসা এই ছবি মেলার এবার ১১ তম আসর বসবে। কিন্তু করোনার বাস্তবতায় চলতি আয়োজনের নামকরন ’শূন্য’ করা হয়েছে।