সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবেন যারা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ১২:২২ এএম

সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবেন যারা

ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। রোজা রেখে ও ইবাদতবন্দেগী এই সময়টি কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে একেক সময়ে সূর্যাস্ত-সূর্যোদয় হয় আর রোজা রাখার সময়েও পার্থক্য হয়ে থাকে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু হয়েছে। একদিন পর শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশসহ বিশ্বের বেশকিছু দেশে রোজা শুরু হবে।

এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন আইসল্যান্ডের বাসিন্দারা। প্রথম রোজার দিন অর্থাৎ ২৩ মার্চ ১৫ ঘণ্টা ৩৩ মিনিট না খেয়ে থাকতে হবে তাদের। আর শেষ রমজানের দিন সেখানে ফজর ও মাগরিবের মধ্যে ব্যবধান হবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।

 

এছাড়াও বেশি সময় রোজা রাখতে হবে- নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ডের বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানরা ১৭ থেকে প্রায় ১৮ ঘণ্টা রোজা রাখবেন।

নেদারল্যান্ডস, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্তান, বেলজিয়ামের মুসলমানদের ১৬ ঘণ্টা রোজা রাখতে হবে। আর ১৫ ঘণ্টা রোজা রাখবেন ফ্রান্স, সুইজারল্যান্ড, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেনের মুসলিমরা।

পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা।

এবার ১৩ ঘণ্টা রোজা রাখবেন ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মুসলিমরা।

অন্যদিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে এই সময় কম হবে। এ সব এলাকায় সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে ব্যবধান হবে ১১ থেকে ১২ ঘণ্টা। সবচেয়ে কম সময় রোজা রাখবেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলিমরা। এ দেশগুলোতে রোজার সময়কাল ১২ ঘণ্টা। 

এছাড়া পৃথিবীর সর্ব উত্তরে যেসব দেশে সূর্যাস্ত হয় না, সেসব দেশের ব্যাপারে নির্দেশনা হলো, সেখানকার মুসলিমরা মক্কা নগরীর সময় বা কাছের মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখবেন।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও বুধবার (২২ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে। আর শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে।

এ বছর রমজানে বাংলাদেশি মুসলমানদের জন্য রোজার সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দেশের আকাশে আজ (বৃহস্পতিবার) কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

মাসের শুরু অথবা শেষে চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে।

সূত্র: গাল্ফ নিউজ

Link copied!