ছবি: সংগৃহীত
গত বছরের ৯ সেপ্টেম্বর আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স নামের নতুন চারটি মডেলের আইফোন উন্মুক্ত করে অ্যাপল।
২০ সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন মডেলের আইফোনগুলোর বিক্রি কার্যক্রম শুরু হলেও গত ফেব্রুয়ারি মাসে আইফোন ১৬ই মডেলের আরও একটি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল।
বাংলাদেশে সব কটি মডেলের আইফোনের চাহিদা থাকলেও জনপ্রিয়তার বিচারে এগিয়ে রয়েছে আইফোন ১৬ প্রো মাক্স। অফিশিয়াল আইফোন বেশি দামে পাওয়া গেলেও আনঅফিশিয়াল (লাগেজের মাধ্যমে আনা) আইফোনের দাম তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশে আনঅফিশিয়াল আইফোন বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।
গতকাল সোমবার ঢাকার একাধিক মোবাইল বাজার ঘুরে দেখা গেছে, দাম বেশি হলেও ১৬ সিরিজের বিভিন্ন মডেলের আইফোনগুলো বেশি বিক্রি হচ্ছে। একাধিক বিক্রেতা জানিয়েছেন, বর্তমানে প্রত্যাশার চেয়ে আইফোনের চাহিদা বেশি রয়েছে বাজারে। ফলে বিক্রিও বেড়েছে। আইফোনের ১৬ সিরিজের পাশাপাশি ১৩, ১৪ ও ১৫ মডেলের আইফোনগুলোও কিনছেন ক্রেতারা। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলের দাম তুলে ধরা হলো। সূত্র প্রথম আলো।
অফিশিয়াল আইফোন
আইফোন ১৬ (১২৮ গিগাবাইট) ১ লাখ ৪৬ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা।
আইফোন ১৬ প্রো (১২৮ গিগাবাইট) ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৬ প্রো (২৫৬ গিগাবাইট) ২ লাখ ১ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্রো (৫১২ গিগাবাইট) ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।
আইফোন ১৬ প্লাস (১২৮ গিগাবাইট) ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্লাস (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা।
আইফোন ১৬ই (১২৮ গিগাবাইট) ১ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।
আইফোন ১৬ প্রো মাক্স (২৫৬ গিগাবাইট) ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৬ প্রো মাক্স (৫১২ গিগাবাইট) ২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্রো মাক্স (১ টেরাবাইট) ২ লাখ ৯০ হাজার ৯৯৯ টাকা।
আনঅফিশিয়াল আইফোন
আইফোন ১৬ (১২৮ গিগাবাইট) ১ লাখ টাকা ও আইফোন ১৬ (২৫৬ গিগাবাইট) ১ লাখ ১৩ হাজার টাকা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা।
আইফোন ১৬ প্রো (১২৮ গিগাবাইট) ১ লাখ ৩২ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৪৪ হাজার টাকা।
আইফোন ১৬ প্লাস (১২৮ গিগাবাইট) ১ লাখ ১২ হাজার টাকা ও আইফোন ১৬ প্লাস (২৫৬ গিগাবাইট) ১ লাখ ২৪ হাজার টাকা।
আইফোন ১৬ই (১২৮ গিগাবাইট) ৭৮ হাজার টাকা।
আইফোন ১৬ প্রো মাক্স (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৫৫ হাজার টাকা, আইফোন ১৬ প্রো মাক্স (৫১২ গিগাবাইট) ১ লাখ ৮২ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো মাক্স (১ টেরাবাইট) ২ লাখ ৩ হাজার টাকা।
ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত আনঅফিশিয়াল আইফোনের দাম কিছুটা হেরফের হতে পারে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    