স্ট্র্যাটেজি বদলে ময়দানে নোকিয়া, বদলে ফেলল আইকনিক লোগো

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:৪৮ পিএম

স্ট্র্যাটেজি বদলে ময়দানে নোকিয়া, বদলে ফেলল আইকনিক লোগো

মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে আজও এক নস্টালজিয়ার নাম নোকিয়া। বিশেষত শূন্য দশকের আগের বাসিন্দা যারা, তাদের কাছে তো বটেই। স্মার্টফোন আসার আগে মোবাইলের দুনিয়া কার্যত শাসন করত নোকিয়া। তবে অ্যান্ড্রয়েড এসে সেই রাজত্ব ছিনিয়ে নেয় নোকিয়ার হাত থেকে। উইন্ডোজ ফোন এনেও বাজারে টিকে থাকতে পারেনি সংস্থাটি। একটা সময় বাজার থেকে উধাওই হয়ে যায় সংস্থাটি। পরে এইচএমডি গ্লোবালের হাত ধরে ফের কামব্যাক করে সংস্থাটি। কি-প্যাড-যুক্ত ফিচার্স ফোনের সাথেই অ্যান্ড্রয়েড ফোনের হাত ধরে মার্কেট ধরার চেষ্টা করছে ব্র্যান্ডটি। তবে সেই ষাট বছরের নস্টালজিয়ায় এবার ছেদ পড়ল।

এই ষাট বছরে প্রথম বার সংস্থার লোগো বদলে ফেলল নোকিয়া। নব্বই দশক বা ওই সময়কার যে কোনও মানুষেরই বোধহয় আজও কানে বাজে নোকিয়ার সেই আইকনিক টিউন। তার সাথে মোবাইল অন করতেই মিলে যাওয়া দুই হাত। যার উপরে লেখা থাকত 'কানেক্টিং পিপল'। তবে এত বছরের সেই পরম্পরাই এবার বদলে ফেলল নোকিয়া। রবিবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023)-র মঞ্চে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে তাদের নতুন লোগোর কথা।

যেখানে আগে নীল রঙের লোগোটি ব্যবহার করত নোকিয়া, তা এবার সরিয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। নতুন লোগোটিতে দেখা যাচ্ছে, পাঁচটি আলাদা আলাদা আকার মিলে তৈরি হচ্ছে নোকিয়া শব্দটি। নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লান্ডমার্ক জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। আর সেই নতুন ধারণাকে ছড়িয়ে দিতেই নতুন লোগোর ব্যবহার।

বার্সেলোনায় বসেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আসর। আগামী ২ মার্চ পর্যন্ত চলবে সেই প্রযুক্তি প্রদর্শনী। সেখানেই এই ঘোষণা শোনা গিয়েছে নোকিয়ার সিইও পেক্কা লান্ডমার্কের গলায়। তিনি জানিয়েছেন, নোকিয়ার দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গিয়েছে। এখন আর শুধু মোবাইল প্রস্তুতকারক সংস্থা নয়, নোকিয়ার মূল লক্ষ্য এখন টেলিকম ও অন্যান্য ব্যবসায় গিয়ার সাপ্লাই করা। যেখানে নোকিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছে মাইক্রোসফ্ট ও আমাজনের মতো সংস্থারা।

গত বছর প্রায় ২১ শতাংশ গ্রোথ হয়েছে সংস্থার। ইতিমধ্যেই প্রতিবেশী ভারতে ঢুকে পড়েছে 5G পরিষেবা। ফলে ভারত-সহ বিভিন্ন দেশেই বাড়ছে টেলিকম গিয়ারের চাহিদা। বহু প্রযুক্তি ফার্মই ইতিমধ্যে নোকিয়ার সাথে জোট বেঁধেছে। 5G নেটওয়ার্ক গিয়ার বিক্রিতে এক নম্বরে উঠে আসতে মরিয়া নোকিয়া। মোবাইল বিক্রিতে যে একনম্বর জায়গা দীর্ঘদিন ধরে রেখেছিল নোকিয়া, সেই জায়গা থেকে ছিটকে যাওয়ার পরে কার্যত সেই জায়গায় আর ফিরতে পারেনি নোকিয়া। তাই এবার এমন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছে সংস্থা, যেখানে তারা ফের বিশ্বের এক নম্বর জায়গা দখল করতে পারে। গ্লোবাল লিডারশিপে সেই জায়গা দখলের কথাই উঠে এসেছে পেক্কার কথায়।

পাশাপাশি ওই কর্মকর্তা এ-ও জানিয়েছেন, ভারতে দ্রুত জায়গা তৈরি হচ্ছে এই ধরনের জিনিসের। বাড়ছে চাহিদা। এ বছরের দ্বিতীয় পর্যায়েই উত্তর আমেরিকায় ভালো বাজার দখল করে ফেলতে পারবে নোকিয়া। তেমনটাই আশা সংস্থার সিইও-র। শুধু আমেরিকা নয়, খুব শিগগিরই ইউরোপেও সেই বাজার ধরে ফেলবে বলেই আশাবাদী ফিনল্যান্ডের এই সংস্থাটি।

Link copied!