অনেকদিন ধরে পড়ে থাকা একাউন্টে তালা ঝুলাবে টুইটার

প্রযুক্তি ডেস্ক

মে ১০, ২০২৩, ০৩:৩৫ পিএম

অনেকদিন ধরে পড়ে থাকা একাউন্টে তালা ঝুলাবে টুইটার

যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু অনেক দিন ফেলে রেখেছেন, ব্যবহার করছেন না, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। অলসভাবে পড়ে থাকা টুইটার একাউন্টগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক।

বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়মিত টুইটার ব্যবহার করতে দেখা যায় একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষকে। জনসাধারণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম বলতে ফেসবুকই সবচেয়ে জনপ্রিয়।

গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তায় ইলন মাস্কের টুইটার, সাড়ে ১১ শতাংশ ইউজার নিয়ে রয়েছে ৩য় অবস্থানে। বাংলাদেশে টুইটার ব্যবহারকারী এক শতাংশেরও নিচে। এই হিসেবে টুইটার আছে ৫ম স্থানে।

টুইটারের বিজ্ঞাপন সংস্থাগুলোর প্রকাশিত হিসাব মতে, এ বছরের প্রথম দিকে বাংলাদেশে ইলন মাস্কের প্রতিষ্ঠানের ব্যবহারকারী ছিল ১০ লাখ ৫০ হাজার।

এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে। এই পদক্ষেপটি পরিত্যক্ত টুইটার হ্যান্ডেলগুলো মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন টুইটারের সিইও।

একটি পৃথক টুইটে টুইটারের এই বিলিয়নিয়ার মালিক বলেছেন নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো সংরক্ষণাগারভুক্ত অর্থাৎ আর্কাইভ করা হবে। তবে এই প্রক্রিয়া ঠিক কবে নাগাদ শুরু হবে সে সম্পর্কে কোনো কিছু তিনি যোগ করেননি।

টুইটার ব্যবহারকারীরা আর্কাইভ করা অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করতে সক্ষম হবে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাস্ক আরও বলেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের অনুসরণকারী অর্থাৎ ফলোয়ার সংখ্যা হ্রাস পেতে পারে, কারণ বেশ কিছু নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হবে।

টুইটারের নীতি অনুসারে, দীর্ঘস্থায়ী নিষ্ক্রিয়তার কারণে স্থায়ী অপসারণ এড়াতে ব্যবহারকারীদের প্রতি মাসে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করা উচিত।

এই মাসের শুরুতে, মাস্ক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওর টুইটার অ্যাকাউন্টটি অন্য কোম্পানির কাছে পুনরায় বরাদ্দ করার "হুমকি" দিয়েছিলেন, যখন কিনা এই সরকারি রেডিও তাঁর ৫২টি অফিসিয়াল টুইটার ফিডে পোস্ট করা বন্ধ করে দেয়। এর আগে সংবাদমাধ্যমটির সম্পাদকীয় কনটেন্টে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে এমন লেবেল জুড়ে দেওয়ার প্রতিবাদে নিজেদের ৫২টি অফিসিয়াল টুইটার ফিডে কনটেন্ট পোস্টিং বন্ধ করে দেয় সংস্থাটি।

গত মাসে বিভিন্ন পরিচিত সেলিব্রিটি, সংবাদকর্মী ও রাজনীতিবিদসহ হাজার হাজার ব্যক্তির প্রোফাইল থেকে নীল রঙের লিগাসি ভেরিফিকেশন চিহ্ন সরিয়ে ফেলে টুইটার।

অ্যাকাউন্ট যাচাইকরণ ব্যবস্থাকে টুইটারের ব্লু গ্রাহক সেবার অংশ করে নেওয়া মাস্ক বলেন, এটি এমন এক পদক্ষেপ, যা সামাজিক প্ল্যাটফর্মটিতে থাকা বট অ্যাকাউন্ট সংশ্লিষ্ট সমস্যার মোকাবিলা করবে।

Link copied!