পাকিস্তানে এখনো চালু হয়নি ফেসবুক, ইউটিউব ও টুইটার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৮:২৯ পিএম

পাকিস্তানে এখনো চালু হয়নি ফেসবুক, ইউটিউব ও টুইটার

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পরপরই দেশজুড়ে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও আন্দোলনে বেশ কয়েকজন নিহত হয়। এরপর দেশটির সরকার ইন্টারনেটসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়। দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক, ইউটিউব ও টুইটার।

শনিবার (১৩ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিআইটিএ) সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু করার জন্য কোনো নির্দেশনা এখনও পায়নি। পিআইটিএ কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আদালত থেকে মুক্তি পাওয়ার পর লাহোরের বাড়িতে ফিরেছেন ইমরান খান। সেখানে তাকে স্বাগত জানান পিটিআই নেতাকর্মীরা। শনিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। 

Link copied!