হাংরিনাকি এখন আলিবাবার

বিনোদন প্রতিবেদক

মার্চ ৪, ২০২১, ১১:০৯ পিএম

হাংরিনাকি এখন আলিবাবার

বাংলাদেশী অনলাইন খাবার ডেলিভারি সার্ভিস হাংরিনাকি এখন থেকে আলিবাবা গ্রুপের অধীনে। চুক্তি অনুযায়ী আলিবাবার অধীনে থেকে সার্ভিস দিয়ে যাবে হাংরিনাকি। বিশ্বব্যাপী ই-কমার্স জায়ান্ট আলিবাবা স্থানীয়ভাবে বিনিয়োগের উদ্যোগে দারাজের হাংরিনাকি সার্ভিসটি নিজের অধীনে নিয়ে নিয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে উভয় পক্ষই আলোচনায় চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও উভয় পক্ষই এই চুক্তি সঠিক অর্থের পরিমান এখনও প্রকাশ্য করেনি, বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই চুক্তির পরিমাণ প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার (বিডিটি 8 কোটি টাকা) থেকে কিছুটা কম বলে জানিয়েছে।

দারাজ এবং হাংরিনাকি দুই গ্রুপই অবশ্য নিশ্চিত করেছেন যে হাংরিনাকি একটি স্বাধীন ব্র্যান্ড হিসাবে কাজ করবে।র মধ্য দিয়ে অনলাইন খাবার ডেলিভারি সার্ভিসটি আন্তর্জাতিক পরিচয় লাভ করবে। হাংরিনাকি প্রথম কয়েকটি খাদ্য সরবরাহকারী সংস্থার মধ্যে একটি ২০১৩ সালে কার্যক্রম শুরু করে। এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এবং নারায়ণগঞ্জ জুড়ে ৪,০০০ এরও বেশি রেস্তোরাঁর নেটওয়ার্কের মাধ্যমে পাঁচ লক্ষাধিক গ্রাহককে সেবা প্রদান করে আসছে।

দারাজ বাংলাদেশের এমডি সৈয়দ মোস্তাহিদল হক এবং হাংরিনাকির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা এডি আহমদ দুজনই এই অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তাহিদল সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল: "আমরা আমাদের গ্রাহকদের সকল প্রয়োজনের জন্য একটি সলিউশন হওয়ার আকাঙ্ক্ষা করি এবং খাদ্য সরবরাহের ব্যবসায় শুরু করার করা একটি পদক্ষেপ গ্রহন করি। ব্যবসার পাশাপাশি মানুষকে সাহায্য করা আমদের আদর্শ।

আমরা বিশ্বাস করি, অবকাঠামো, প্রযুক্তি এবং মানবসম্পদে বিনিয়োগের মাধ্যমে আমরা হাংরিনাকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো।’

এছাড়াও আলিবাবা চায়নার দ্বিতীয় বৃহত্তম ফুড সার্ভিস চুক্তির মাধ্যমে ক্রয় করেন। যার বিনিময়মুল্য ছিলো ৯.৫ বিলিয়ন ডলার। আলিবাবার পরিকল্পনা অনুযায়ী তারা বৃহৎ খাবার ডেলিভারি সার্ভিস দিয়ে পরিচিতি লাভ করতে চান। ইতোমধ্যে তারা সফলতা পেয়েছে তাদের অনলাইন শপিংয়ের অ্যাপ দিয়ে।

Link copied!