২০০ যাত্রীসহ শ্রীলঙ্কায় রুশ বিমান আটক, নেপথ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০৭:৩৪ এএম

২০০ যাত্রীসহ শ্রীলঙ্কায় রুশ বিমান আটক, নেপথ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা?

চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে চলছে বাণিজ্যিক নিষেধাজ্ঞার পাল্টাপাল্টি ব্যবস্থা। এরইমধ্যে বৃহস্পতিবার প্রায় ২০০ জন যাত্রী নিয়ে মস্কোতে ফেরার কিছুক্ষণ আগে শ্রীলঙ্কায় একটি রাশিয়ান বিমান জব্দ করার খবর পাওয়া গেল। অ্যারোফ্লট (এয়ারবাস এ৩৩০) বিমানটি বৃহস্পতিবারই মস্কো থেকে শ্রীলঙ্কা এসেছিল। কিন্তু কলম্বো কমার্শিয়াল কোর্টের এক আদেশের পর বিমানটিকে আর রাশিয়ায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ঠিক উত্তরে অবস্থিত বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের জনৈক কর্মকর্তার বরাতে এ খবর নিশ্চিত করে দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস এ তথ্য জানায়। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার পর গত মার্চ মাসে রাশিয়ার পতাকাবাহী বিমান অ্যারোফ্লট আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করেছিল। কিন্তু এটি এপ্রিল মাসে কলম্বোতে পুনরায় তার কার্যক্রম শুরু করে।

অবশ্য প্রতিবেদনে বলা হয়, এয়ারবাস এ৩৩০ এর ফ্লাইট SU289 এর আটক হওয়া ওই নিষেধাজ্ঞার সাথে সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দরের ওই কর্মকর্তা বলেছেন, "(শ্রীলঙ্কার) এয়ার ট্রাফিক কন্ট্রোল SU289 কে আটকে রাখার আদেশ পেয়েছে। আমরা এর কারণ সম্পর্কে জানি না। তবে আমরা শুনেছি যে, বাণিজ্যিক বিরোধের কারণেই এমনটি হয়েছে।"

Link copied!