ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার মাধ্যমে পরস্পরের সামরিক স্থাপনাগুলোতে চার দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার অবসান ঘটল, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় দেশই অবিলম্বে শত্রুতা বন্ধে একমত হয়েছে।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, "মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধি ও অসাধারণ বিচক্ষণতা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন।"
এই ঘোষণার দিনই পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়, কারণ পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল যে পারমাণবিক অস্ত্র তদারককারী উচ্চপর্যায়ের বেসামরিক ও সামরিক সংস্থা বৈঠকে বসতে পারে। যদিও পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের কোনো বৈঠক নির্ধারিত ছিল না।
এরই মধ্যে সীমান্তের দুই পাশে বেসামরিক মৃত্যুর সংখ্যা ৬৬-তে পৌঁছালেও, উভয় পক্ষের কর্মকর্তারা আপাতত উত্তেজনা প্রশমনে আগ্রহ দেখিয়েছেন এবং আরও সংঘর্ষ থেকে বিরত থাকার ইঙ্গিত দিয়েছেন।