শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৫, ০৪:১৪ পিএম

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে।

শনিবার বেলা ৩টার পর থেকে শাহবাগে শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দেন ইসলামী ছাত্রশিবির, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

বেলা সাড়ে ৩টার দিকে বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির পাশে অবস্থান নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতারা। তাঁরা উপস্থিত সবাইকে সুশৃঙ্খলভাবে সড়কে বসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সারজিস আলম সমাবেশস্থলে বলেন, “আজ এক মাইক, এক দাবিতে আমরা কর্মসূচি পালন করব। কেউ আলাদা করে মাইক ব্যবহার করবেন না।

এর আগে, গত বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপি অন্যান্য দলের নেতা-কর্মীরা।

পশুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোড মোড়ে ফোয়ারা সংলগ্ন মঞ্চে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি সমাবেশ। সেখানে এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল জুলাই অভ্যুত্থানকে ঘিরে গঠিত প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Link copied!