শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৫, ০৫:৩৪ পিএম

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর এক কর্মকর্তা।

শুক্রবার, ০৯ মে স্থানীয় সময় সকালের দিকে সশস্ত্র বাহিনীর ১২ সদস্যকে নিয়ে বেল ২১২ হেলিকপ্টারটি শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত মাদুরু ওয়া জলাধারে আছড়ে পড়ে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই ছয়জনের মৃত্যু হয় বলে শ্রীলঙ্কার বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্দা গিগাঙ্গে বার্তা সংস্থা রয়টার্সকে জানান।

মাদুরো ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজ সংশ্লিষ্ট এক প্রদর্শনীর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে, বলছে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর সদস্য, বাকিরা বিশেষ বাহিনীর, বলেছেন গিগাঙ্গে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি।

Link copied!