শাহবাগ ছাড়া কোথাও অবরোধ নয়: হাসনাত আবদুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৫, ১১:৫৪ এএম

শাহবাগ ছাড়া কোথাও অবরোধ নয়: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। (ফাইল ফটো)

ঢাকার শাহবাগ ব্যতীত রাজধানী ও দেশের অন্য কোনো মহাসড়ক বা স্থানে অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”

এরইমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শনিবার সকালেও ‘শাহবাগ ব্লকেড অব্যাহত রয়েছে।

শাহবাগ মোড় পুরোপুরি বন্ধ থাকলেও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানবাহনগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। অবরোধস্থলে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরাও।

গতকাল রাতভর শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন। এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোড মোড়ে মঞ্চ স্থাপন করে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে অবরোধ শুরু করেন এনসিপি ও সহযোগী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

তাঁদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে।

আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে এক বিশাল গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। একই দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি নেওয়া হয়েছে।

আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, শাহবাগ থেকেই তাঁরা ‘দ্বিতীয় অভ্যুত্থান পর্ব-এর সূচনা করবেন।

Link copied!