ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার দাবি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৫, ০২:০১ পিএম

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার দাবি করল পাকিস্তান

ভারতের প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ।

ভারতের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে আজ শনিবার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি করেছে পাকিস্তান।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুসনামে চালানো এই অভিযানে ভারত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হামলার অংশ হিসেবে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলার বিয়াস এলাকায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যেখানে ভারতের সুপারসনিকব্রহ্মসক্ষেপণাস্ত্রের মজুতাগার অবস্থিত।

‘ব্রহ্মসহচ্ছে একটি উচ্চ-গতিসম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা স্থলভাগের সামরিক যান, জাহাজ, সাবমেরিন এমনকি যুদ্ধবিমান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এটি সর্বোচ্চ ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রটি যৌথভাবে তৈরি করেছে ভারতীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়া। প্রতিষ্ঠানটির নামব্রহ্মস অ্যারোস্পেস

এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ভারতেরব্রহ্মপুত্রএবং রাশিয়ারমস্কভানদীর নাম মিলিয়েব্রহ্মস।

Link copied!