‍‍`অপারেশন বুনিয়ানুম মারসুস‍‍` শুরু পাকিস্তানের, ২৬ ভারতীয় সামরিক স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৫, ০১:০৩ পিএম

‍‍`অপারেশন বুনিয়ানুম মারসুস‍‍` শুরু পাকিস্তানের, ২৬ ভারতীয় সামরিক স্থাপনায় হামলা

অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামের এই অভিযানে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ভারতেরঅপারেশন সিঁদুর’-এর জবাবে পাল্টা সামরিক অভিযানঅপারেশন বুনিয়ানুম মারসুসশুরু করেছে পাকিস্তান। ‘বুনিয়ানুম মারসুস’ মানে সীসা-ঢালা প্রাচীর এই অভিযানে উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর পাঞ্জাব অঞ্চলে পাকিস্তানি বাহিনী ড্রোন আর্টিলারি হামলা চালিয়েছে।

শুক্রবার ( মে) রাতে ভারতের বারামুলা থেকে শুরু করে ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকায় অন্তত ২৬টি স্থাপনায় হামলা চালানো হয়। ভারতের সেনাবাহিনীর তথ্যমতে, এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান থেকে ছোড়া সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল।

ড্রোনগুলোকে বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালা এলাকায় দেখা গেছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজ-কে জানিয়েছেন, ভারতের তিনটি বিমানঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, "এই অভিযানে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ- ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার পাল্লা ১২০ কিলোমিটার।" তাঁর দাবি অনুযায়ী, এক রাতেই ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে পাকিস্তানি বাহিনী।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরোজপুরে একটি বেসামরিক এলাকায় পাকিস্তানি ড্রোন হামলায় অনেক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, শনিবার ভোর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শ্রীনগর জম্মু শহরেও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন সংবাদদাতারা, যদিও এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস এখনো নিশ্চিত করা যায়নি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে এক বন্দুকধারী হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ২৪টি স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে পাকিস্তানে অন্তত ৩৬ জন নিহত ৪৬ জনের বেশি আহত হন।

এরপর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে, এবং দু‍‍`দেশই পরস্পরের ড্রোন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

Link copied!