ভারতে বন্ধ আরও দুটি বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৫, ০২:৩৩ পিএম

ভারতে বন্ধ আরও  দুটি বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধে আরও দুটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করেছে ভারত।

ডিজিটালি রাইটের তথ্য যাচাইকারী উদ্যোগডিসমিস ল্যাবজানায়, গতকাল শুক্রবার যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়েছিল।

আজ শনিবার তাদের হালনাগাদ প্রতিবেদনে সময় টিভি ডিবিসি নিউজকেও সেই তালিকায় যুক্ত করা হয়েছে।

এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড এবং তাদের মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় কোটি ৪২ লাখ।

 ভারতের অবস্থান থেকে এসব চ্যানেলের ইউটিউব কনটেন্টে প্রবেশ করতে গেলে লেখা দেখা যাচ্ছে: "এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।"

নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইউটিউবের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তিনি বলেন, “যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তবে বাংলাদেশও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

নিজের ফেসবুক পোস্টে ফয়েজ লিখেছেন, “ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রিয় টিভি চ্যানেলগুলো ব্লক করায় তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এটি আন্তর্জাতিক কনজিউমার রাইটসের পরিপন্থী।

তিনি আরও জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে ইউটিউবকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবেএই চ্যানেলগুলো কেন বন্ধ করা হলো, যখন এগুলো কোনো উসকানিমূলক বা ভুয়া তথ্য প্রচার করে না এবং বৈধভাবে সম্প্রচার করে আসছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশের কী ধরনের পদক্ষেপ আসতে পারে, সে বিষয়ে ফয়েজ বলেন, “রিপাবলিক বাংলা ভারতের কিছু গণমাধ্যম দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। প্রয়োজনে, সেইসব চ্যানেলের বিরুদ্ধেও অনুরূপ পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা।

Link copied!