৮ ঘণ্টা ঘুমিয়ে সাড়ে ১৩ লাখ টাকা আয় !

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৪:৫৭ এএম

৮ ঘণ্টা ঘুমিয়ে সাড়ে ১৩ লাখ টাকা আয় !

বিজ্ঞান্ ও প্রযুক্তির কল্যাণে আজ অসম্ভবকে জয় করা কোন ব্যাপার নয়। এর ভুরি ভুরি প্রমাণ আমাদের সমাজে রয়েছে। কাজ করলে টাকা আসবে-এটা অনেক পুরনো কথা। তবে কাজ না করে শুধু ঘুমিয়ে থেকে যে আয় করা যায়-এ ঘটনা নতুন। আর এ নতুন ঘটনার জন্ম দিয়েছেন অ্যান্ডি নামে এক যুবক। মাত্র আট ঘণ্টা ঘুমিয়ে আয় করেছেন ১৬ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ লাখ ৬০ হাজার টাকা (১ ডলার= ৮৫ টাকা)। মঙ্গলবার দৈনিক আইরিশ সান পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দৈনিক বিজনেস ইনসাইডারের মতে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের বাসিন্দা ২৬ বছর বয়স্ক টুইচ স্ট্রিমার অ্যান্ডি তার ঘুমিয়ে থাকার আট ঘণ্টা সময় স্ট্রিম করে এবং তাকে জাগিয়ে দিতে দর্শকদের সুযোগ করে দেন। টুইচ হচ্ছে এক ধরণের লাইভ স্ট্রিমিং সার্ভিস। এটি গেমস স্ট্রিমিং করার জন্য বানানো হয়েছে।

তবে কৌতূহল অ্যান্ডির মন গেমসের দিকে নয়, ছিল অন্যদিকে। তার পরিকল্পনা কীভাবে এই অ্যাপ ব্যবহার করে অতি সহজে টাকা আয় করা যায়। অবশেষে সফল হলেন তিনি। এশিয়ান অ্যান্ডি এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই বেশ পরিমাণ টাকা আয় করার অভিনব একটি পদ্ধতি বের করেন।অ্যা ন্ডি লাইভ স্ট্রিমের সময় আওয়াজ এবং ‘টেক্সট টু স্পি’ ম্যাসেজের মাধ্যমে তা জাগিয়ে তোলার সুযোগ করে দেন। এই স্ট্রিমের সহজ উদ্দেশ্য ছিল যে, অ্যান্ডি ঘুমাবে এবং তার দর্শকরা শব্দ এবং ম্যাসেজ পাঠিয়ে তাকে জাগানোর চেষ্টা করবেন। এ কাজে সফল হয়েছেন অ্যান্ডি। আর এতেই বিশ্ববিজয় হাসি তার মুখে।

তবে লাইভ স্ট্রিমের সময় অবস্থা ভাল ছিল না ঘুমকাতর অ্যান্ডির। খুব একটা ঘুমাতে পারেননি। বারবার বিছানায় এপাশ-ওপাশ করেছেন। আর তাতেই ১৬ হাজার মার্কিন ডলার আয়।

তথ্য সূত্র: বিজনেস ইনসাইডার, আইরিস সান

Link copied!