বেশ কয়েকদনি ধরে কমতে থাকলেও মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৫৭ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৪ কোটি ৭৩ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৩৪১ জন।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৩ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন মারা গেছেন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) একদিনে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছিল।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৫৭৩ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯০২ জন। সোমবার (২০ ডিসেম্বর) গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৬৬৬ জন। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ২ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৩৪১ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৮ হাজার ৭০৮ জন।
করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা ৩ দেশ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৫২০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৪২ জন। অথচ সোমবার গত ২৪ ঘন্টায় ধেমটিতে শনাক্ত হয়েছিল ৬৬ হাজার ৭৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৮ হাজার ৮৩৬ জন মারা গেছেন।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬৭ জন। অআক্রান্ত হয়েছেন ২হাজার ৯৪ জন। লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় এ পর্যন্ত ৬ লাখ ১৭ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি ভারতে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৩২ জন। আর শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৭৭ হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১৯ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭৪৩ জন। জার্মানিতে ২১ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৮০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৬ জন এবং ১৫৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১৭৬ জন, হাঙ্গেরিতে ৩৬৬ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৫ জন, মেক্সিকোতে ২৩ জন এবং ভিয়েতনামে ২২৫ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।