ভারতে অক্টোবরে আসতে পারে কোভিডের ভয়াবহ তৃতীয় ঢেউ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ০৮:৪৯ পিএম

ভারতে অক্টোবরে আসতে পারে কোভিডের ভয়াবহ তৃতীয় ঢেউ

ভারতে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে আগামী অক্টোবরে। এবার প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও অধিকহারে সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি এক রিপোর্টে এ কথা জানিয়েছে। ওই রিপোর্টে বলা হয়, ভারতে এরই মধ্যে আঘাত হেনেছে কোভিডের তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহেই দেশটিতে ‘আর ভ্যালু’ ১-এর ওপর উঠে গেছে। একজন সংক্রমিত ব্যক্তি থেকে নতুন করে কতজন আক্রান্ত হচ্ছেন তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে। 

রিপোর্ট বলছে, তৃতীয় ঢেউ চলাকালে শিশু সংক্রমনের হার বেড়ে গেলে তাদের চিকিৎসার জন্য যত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম ও অবকাঠামো প্রয়োজন তা ভারতে নেই। এই বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি থেকে।

সম্প্রতি দেশটির ইান্ডয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির (আইআইটি) একটি গবেষণায়ও বলা হয়েছিলো, অক্টোবরেই ভারতে চরম আকার নিতে পারে করোনার তৃতীয় ঢেউ।

বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Link copied!