এবার ১৮ বছর বা তার বেশি হলেই শিক্ষার্থীরা করোনা ভাইরাসের টিকার নিবন্ধন করতে পারবেন। গণটিকা কর্মসূচীর আওতা বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই এই সুযোগ চালু করা করা হয়েছে।
এবার কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য একটি অপশন যোগ করা হয়েছে। এর আগে কেবল ২৫ বছর বা তার বেশি বয়েসি নাগরিকদের জন্য টিকার নিবন্ধন করার সুযোগ ছিলো । তবে এখন ১৮ বছর বা তার বেশি বয়েসি শিক্ষার্থীরাও সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার এই অপশনটি চালু হলেও সাধারণ নাগরিকের জন্য ’২৫ বছর বা তার বেশি’ অপশনটিই থাকছে। কেবল শিক্ষার্থীদের জন্য ‘১৮ বছর বা তার বেশি’ অপশনটি যোগ করা হয়েছে।
চারদিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২০২০ সালের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর কয়েকদফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই বন্ধ প্রলম্বিত হবে বলে জানিয়েছে সরকার।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি অনুকূল হলে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন ।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি টিকার নিবন্ধন শুরু হয়। শুরুতে ৫৫ বছরের বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ থাকলেও কয়েকদিন পর ফেব্রুয়ারির শুরুতেই তা ৪০ বছর করা হয়। এরপর গত ৫ জুলাই আরো একদফা কমানো হয় বয়সসীমা। ৩৫ বছর বা তার বেশি বয়সীদেরও নিবন্ধনের সুযোগ দেওয়া হয় তখন। পরে ক্রমান্বয়ে ১৯ জুলাই সেই সীমা ৩০ বছর ও ২৯ জুলাই তা ২৫ বছর করা হয়। এর বাইরেও অগ্রাধিকার তালিকায় থাকা যে কোনো ব্যক্তির নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড টিকা প্রদানের মাধ্যেমে দেশে প্রথম টিকা কার্যক্রম শুরু হয়।