প্লে স্টোরে ‘হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল’ গেমিং অ্যাপ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০৭:৩১ পিএম

প্লে স্টোরে ‘হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল’ গেমিং অ্যাপ

বাংলাদেশে তৈরি প্রথম লিজেন্ডারি ক্রিকেট অ্যাপ ‘হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল’। বাংলাদেশে বানানো প্রথম গ্যামিং এ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেইল সলিউশনসের ৮ প্রোগ্রামার প্রায় ৫ মাস ধরে অ্যাপটি তৈরি করেছেন। এতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পহেলা অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘হাউজ্যাট: মুশি দ্য ডিপেন্ডেবল’ নামের এই গেইম অ্যাপের উদ্বোধনের পর ১৮ অক্টোবর থেকে গেমটি পাওয়া যাচ্ছে। এদিকে শীঘ্রই আইওএসে গেমটি পাওয়া যাবে বলে জানায় উদ্যোক্তারা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উপস্থিতিতে গেমিং অ্যাপটি উদ্বোধন করা হয়।

সে সময় প্রতিমন্ত্রী পলক বলেন, মুশফিকুর রহিম আমাদের দেশকে অনেক জয় এনে দিয়েছেন। আগামী দিনে তার নেতৃত্বে গেমিং জগতেও আমাদের সুদৃঢ় অবস্থান হবে, এই প্রত্যাশা করছি।

কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান বলেন, গেমটিতে ঘরে বসে মাঠের অনুভূতি পেতে যুক্ত করা হয়েছে হাই-ডেফিনেশন গ্রাফিক্স। গেমার এখন থেকে জেনারেল মোডে খেলতে পারবে। পরবর্তীকালে যুক্ত হবে ফ্রেন্ডলি ম্যাচ বা টুর্নামেন্ট। গেমাররা চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে। সময়ের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হবে বলে জানান তিনি।

গুগল প্লে-স্টোরে গেমটি উন্মুক্ত করা প্রসঙ্গে টারটেল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান খান রিফাত সালাম বলেন, গেমটি খেলতে প্রয়োজন দুই জিবি র‍্যাম এবং অ্যাড্রয়েড ভার্সন ৭.০। খুব শীঘ্রই গেমটির আপডেটেড ভার্সন আসছে। সেখানে আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে। শুরুতে গেমারদের ফিডব্যাক নিয়ে আমরা অ্যাপ আপগ্রেডের কাজ করবো। আগামী বছরের শুরুতে আইওএস ভার্সন আনা হবে। একইসঙ্গে একটি ঘোষণাও দিয়েছে গেমিং অ্যাপটি। প্রথম এক লাখ ডাউনলোডকারীদের মধ্যে লটারির মাধ্যমে ১০০ জন ব্যবহারকারীকে ‘হাউজ্যাট জার্সি’ উপহার দেওয়া হবে।

ক্রিকেটের সকল অ্যাকশন যুক্ত রয়েছে 

গেমিং অ্যাপটিতে ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান যুক্ত করা হয়েছে। রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল: জেনারেল, মাল্টিপ্লেয়ার এবং লিজেন্ডারি মোড।জেনারেল মোডে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষ দেশ; যার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন মুশফিক হয়ে। বেছে নিতে পারেন পছন্দের টুর্নামেন্ট, খেলার মাঠ। আছে দিন-রাতের ম্যাচ, আবহাওয়া, টস, রিভিউ সিস্টেম, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত এবং ধারাভাষ্যকারের বর্ণনা। সব মিলে শতাধিক অপশন আর ফাংশন।ঘরে বসে মাঠের অনুভূতি দেবার জন্য যুক্ত করা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে।

থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ 

বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে। তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে এবং চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে।তবে হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডাবলের সবচেয়ে আকর্ষনীয় মোড হলো লিজেন্ডারি মোড। তারকা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ খেলেছেন যেখানে তিনি প্রায় হেরে যাওয়া ম্যাচটি একাই জিতিয়ে এনেছেন। লিজেন্ডারি মোডে একজন ইউজার এমন একটি জায়গা থেকে খেলা শুরু করবেন যেখান থেকে জিতে আসা বেশ কঠিন। কঠিন সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে তাকে মুশফিক হয়ে মাঠে নামতে হবে।

পুরস্কারও জিততে পারবেন 

গেমসটি খেলায় টুর্নামেন্ট জিতলে কিংবা সর্বোচ্চ রান করলে মুশফিকের জার্সি, মুশফিকের অটোগ্রাফ–সংবলিত ব্যাট ইত্যাদি পুরস্কার দেওয়ার চিন্তা করছেন উদ্যোক্তারা। বিনামূল্যে গেমসটি খেলা যাবে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের মূল আয়ের উৎস হবে বিভিন্ন কোম্পানির স্পনসরশিপ। ক্রিকেট স্টেডিয়ামে যেমন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকে, গেমসটির ভার্চু্য়াল মাঠেও তেমনটা থাকবে। ইতিমধ্যে একাধিক প্রতিষ্ঠান স্পন্সরও হয়েছে।

উল্লেখ্য, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুশফিকুর রহিম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুই বছরের জন্য যুক্ত হয়েছেন অ্যাপটির সঙ্গে। মূলত তার লিজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে কারণ, গেমটির লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি, অর্থাৎ মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যে কেউ ভার্চুয়াল গেমিং-এ প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মুশফিক হয়ে নিজেই মাঠে নামতে পারবে।

Link copied!