২ দিন আগে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে নিখোঁজ হওয়া নুরুল আমিনের (২৮) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জহুরাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দী লাশ।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফুল ইসলাম (৩০), মো. ইমরান হোসেন (২৫) ও মো. ইয়ামিন মোল্লা (২৫)। তারাই নুরুল আমিনের লাশ বের করে দেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (মিরপুর) বিভাগের উপকমিশনার মানস কুমার পোদ্দার সংবাদমাধ্যমকে বলেন, “অপহরণ ও হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীরা নুরুল আমিনের মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন। নুরুল আমিনের চাচা মো. শফিউদ্দিন আহমেদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। টাকাটা তার কাছেই চাওয়া হয়েছিল।”
শফিউদ্দিন আহমেদ জানান, তার আশঙ্কা অপহরণের পরপরই নুরুল আমিনকে হয়তো হত্যা করা হয়েছে। তারা খুন করেই ক্ষান্ত হননি, মুক্তিপণও আদায় করতে চেয়েছিলেন।
নুরুল আমিন ছোটবেলা থেকেই তার চাচা শফিউদ্দিনের কাছে থাকতেন। নুরুল আমিনের যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল বলেও জানান তিনি।
শফিউদ্দিন আরও জানান, নুরুল আমিন রাত ১০টার মধ্যেই ঘরে ফেরেন। ২ জানুয়ারি বিকেলে বাসা থেকে বের হন তিনি। বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে নুরুল আমিনের মা আসায় তাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় বড় ভাইয়ের মোটরসাইকেলে চড়ে আসছিলেন।
রাত ১১টা পর্যন্ত নুরুল আমিন বাসায় না ফেরায় তারা খোঁজ শুরু করেন। ওই সময় তার মুঠোফোনটিও বন্ধ ছিল। দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ তারা দারুস সালাম থানায় যান। থানা চত্বরেই মোটরসাইকেলটি দেখতে পেয়ে তারা পুলিশের কাছে জানতে চান চালককে দেখেছে কি না। পুলিশ জানায়, তারা বেড়িবাঁধের ওখানে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখে থানায় নিয়ে আসে।
পরদিন থানা ও ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গতকাল সোমবার দুপুরের দিকে নুরুল আমিনের মুঠোফোন থেকে একটা ফোন আসে। অপরপ্রান্ত থেকে শফিউদ্দিনের কাছে এক কোটি টাকা চাওয়া হয়।
শফিউদ্দিন বলেন, “আমাকে বলল, আমরা যে টাকা চেয়েছি এটা কাউকে বলবেন না। পুলিশকে জানানোর দরকার নেই। আমি শুধু ছেলেটার সঙ্গে কথা বলতে চাইলাম। বলল, সে অজ্ঞান হয়ে পড়ে আছে।” এরপর আরও কয়েকবার মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা।
নুরুল আমিনের বাড়ি নরসিংদীতে। অপহরণের দিন বাড়ি ফেরার পথে তার একটি ফোন আসায় তিনি কাউকে না বলে কোথাও গিয়েছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু–বান্ধবরা পরিবারকে জানিয়েছে, ফোনটা আসামাত্রই তাড়াহুড়ো করে নুরুল আমিন চলে যান। এর কিছুক্ষণ পর থেকেই তার মুঠোফোন বন্ধ হয়ে যায়।