ঋতুপর্ণার দুই গোলে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার পথে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৫, ০৫:৪০ পিএম

ঋতুপর্ণার দুই গোলে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার পথে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল করেছেন ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে একটি গোল শোধ করেছে মিয়ানমার।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আর আজ ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুটি গোলে র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে বাটলারের দল।

তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছিল মিয়ানমার। আর বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে আজকের জয়ে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে টিকিট পাওয়ার দাবিদার হলো বাংলাদেশের মেয়েরা।

মিয়ানমারের উদ্দেশে রওনা হওয়ার আগে একটা স্বপ্নের কথা বলে গিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকারপ্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চান!

মিয়ানমারকে হারিয়ে সেই স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের সঙ্গে। সেই ম্যাচে না হারলেই সোজা এএফসি উইমেন’স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

Link copied!