সংসদে ইসি নিয়োগ আইন বিল উত্থাপন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২২, ১২:৫৩ পিএম

সংসদে ইসি নিয়োগ আইন বিল উত্থাপন

প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এবং নির্বাচন কমিশনার(ইসি) নিয়োগে আইন প্রণয়নের লক্ষ্যে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে আইনটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন তিনি।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে। সংবিধানের আলোকে আইন প্রণয়নের লক্ষ্যে গত ১৭ জানুয়ারি এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে একটি বিধান আছে। যেখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে এ আইন করা হচ্ছে।

ওই দিন মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে একটি সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠনের কথা বলা হয়েছে আইনে। এই সার্চ কমিটিব হবে ছয় সদস্যের। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটি যোগ্য প্রার্থীদের নাম সুপারিশের পর সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছিলেন, প্রস্তাবিত ওই খসড়া আইনে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের ক্ষেত্রে কতিপয় যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে সরকার। সিইসি বা ইসি পদে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে। এছাড়া সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Link copied!