সামনে আর একটি সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ০২:৪৮ পিএম

সামনে আর একটি সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আপনাদের সামনে আর একটি সংকট ‘ভুয়া সমন্বয়ক’।

বৃহস্পতিবার, ৩১ জুলাই বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানীমুক্ত নাগরিক সেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

দুদক চেয়ারম্যান বলেছেন, ‘সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটি পর্যায়ে গিয়েছে, আমরা এমনভাবে এগুলোকে করতে দিয়েছি শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব কঠিন হয়েছে।’

এ সময় ভুয়া সমন্বয়কদের বিষয়ে কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হলো ১৬ ডিসেম্বর পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটল। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবারও আপনাদের সামনে আর একটি সংকট ভুয়া সমন্বয়ক। এটাও সকলকে সামাল দিতে হচ্ছে। এটা যদি এখনই প্রতিরোধ করা শুরু করেন তবে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন।’  

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের এরকম অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ। একটা অন্তর্বর্তীকালীন সরকার এটার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে আমাদের কাজের পরিবেশ অনেক ভালো হয়।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা অনেক সময় বলে থাকি প্রশাসনের রাজনৈতিকিকরন, ব্যাপারটা কি আসলে তাই? নাকি উল্টো। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি এটা উল্টা। আমরাই বরং রাজনীতিবীদদের কাছে যাই। আমরা যদি একটা স্ট্যান্ড নিতে পারি, স্ট্যান্ড নিতে পারলে আমরা পরিবর্তন আনতে পারি। এই পরিবর্তন আমাদের এবং আপনাদের পক্ষে আনা খুব সহজ। আমার মনে হচ্ছে আমরা একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি।’

কর্মকর্তাদেরকে উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘কারো পক্ষে ঝুকে পড়া আমাদের জন্য ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমরা সেই সেবা প্রদান করে যাব।’

আগামীর নির্বাচনে সকলকে সক্রিয় থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কথা দিয়েছেন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এই কাজগুলো আমাদের সবার করতে হবে। সেখানে আমাদের সক্রিয় হতে হবে।’

ড. মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত এখন যত দুর্নীতি না হয়। আগের দুর্নীতি নিয়ে একটু কম সময় নেওয়া উচিত। দুভাগ্যবসত আমরা আগে কি দুর্নীতি হয়েছে সেটা নিয়ে শতভাগ সময় কাটিয়ে দেই। আমাদেরও একটি বড় ধরনের ভুল আছে। এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করছি।’

এর আগে, তিনি সকালে নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!