জাপায় জি এম কাদেরের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা, পদে ফিরছেন আনিসুল-চুন্নুরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ০৪:২১ পিএম

জাপায় জি এম কাদেরের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা, পদে ফিরছেন আনিসুল-চুন্নুরা

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

এছাড়া জি এম কাদের যে ১০ নেতাকে অব্যাহতি দিয়েছেন তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য দিয়েছেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জি এম কাদের ও দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের ২০(১) (ক) ধারা প্রয়োগ থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।

আইনজীবী বলেন, এছাড়াও অব্যাহতিপ্রাপ্ত ১০ জনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ১০ জন হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাজমা আকতার (ফেনী), মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), জসীম উদ্দিন (নেত্রকোনা) ও আরিফুর রহমান খান (গাজীপুর)।

২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে এই ১০ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়৷

ওই ঘটনায় ১০ জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জি এম কাদেরসহ দুইজনকে বিবাদী করে আদালতে মামলা করেন। বিবাদীর তালিকায় আরও দুজনের (মোকাবিলা বিবাদী) রয়েছেন, যাদের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।

মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দলের ‘গঠনতন্ত্র পরিপন্থিভাবে’ জি এম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে ‘অবৈধভাবে’ নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।

জাতীয় পার্টিরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৫ জুন দলের মতবিনিময় সভায় আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

এর তিন দিন পর গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায় এই তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

“এমতাবস্থা পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ পার্টির সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।”

মহাসচিব পদ থেকে চুন্নুকে সরিয়ে সেই পদে জি এম কাদের তার আস্থাভাজন প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে বসান।  

Link copied!