আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলের জন্য ৩২ আসন ছাড়লো আওয়ামী লীগ।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ শরিকদের জন্য ৩২টি আসন প্রত্যাহার করলো। এর মধ্যে ১৪ দলের শরিকদের জন্য ৬টি আর জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছেড়েছে ক্ষমতাসীন দলটি।
এই ৩২ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের আবেদন ইলেকশন কমিশনে জমা দিয়েছে বলে জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া আরও বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ৪টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। আওয়ামী লীগ দ্বাদশ নির্বাচনে ২৯৮টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছায়ে ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।
আওয়ামী লীগের এখন বৈধ মনোনয়ন আছে ২৯৩টি। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রাজনৈতিক মিত্র যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা জোটবদ্ধভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা ৬টি আসনে আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক যে মিত্র ১৪ দলের শরিক তিনটি রাজনৈতিক দলকে আমরা ৬টি আসন দিয়েছি। এই ৬টি আসন থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছি।
জাতীয় পার্টির সঙ্গে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কাজ করেছি। জাতীয় পার্টির সঙ্গেও আমরা মোট ২৬টি আসন থেকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এই ২৬টি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত আমরা নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। সব মিলিয়ে আমরা জাতীয় পার্টির জন্য ২৬টি, আর ১৪ দলের জন্য ৬টি মোট ৩২ আসন হতে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচন প্রত্যাহারের সিদ্ধান্ত আমরা লিখিতভাবে জানাতে এসেছি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল ২৯৮টি। ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাকি থাকে ২৯৩টি। এর মধ্যে থেকে আমরা ৬টি দিয়েছি আমাদের রাজনৈতিক মিত্র ১৪ দলকে। আর জাতীয় পার্টির জন্য আমরা ছেড়েছি ২৬টি আসন।