উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০৫:১৪ পিএম

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার, ২১ জুলাই বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্যই কাম্য নয়।’

সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাইএই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’

তিনি বলেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’

Link copied!