হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ: প্রেস উইং

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০৭:১১ পিএম

হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ: প্রেস উইং

ছবি: সংগৃহীত

চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সোমবার, ২১ জুলাই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও বার্তায় বলা হয়।

নিখোঁজ স্কুলশিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কিছু নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো

মিলিটারি রেস্কিউ ব্রিগেড01769024202

সিএমএইচ বার্ন ইউনিট01769016019

সিএমএইচ ইমার্জেন্সি01769013311

মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার01814774132

ভাইস প্রিন্সিপাল01771111766

এছাড়া জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে।

Link copied!