মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ দিবসের কর্মসূচি। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে ওই কমিটির সদস্যরা।
উপজেলা এনসিপি সদস্যদের অভিযোগ, সরকারিভাবে বিশেষ করে ইউএনওর কর্মসূচিসমুহে অন্যান্য রাজনৈতিক দলকে জানানো কিংবা দাওয়াত দেয়া হলেও তাদের জানানো কিংবা দাওয়াত দেয়া হয় না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাধবপুর উপজেলার যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান জানান, বর্তমানে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল ও স্বৈরাচারের রিরুদ্ধে লড়াকু এনসিপির সদস্যদের উপজেলার কোন প্রোগ্রামে আমন্ত্রণ না দেয়া বড় ষড়যন্ত্রের অংশ। শুধু আজকের জুলাই শহীদ দিবসেই নয়, আমাদেরকে উপজেলার কোন কর্মসূচিতেই ডাকা হচ্ছে না।
মাধবপুর উপজেলার কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী জানান, আমরা অনুমোদিত বৈধ কমিটি হওয়ার সত্ত্বেও আমাদেরকে আমন্ত্রণ না জানানো কিসের লক্ষণ তা আমরা জানিনা। এই বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এই ব্যাপারে জানতে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোন উত্তর আসেনি। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।