মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা পরিকল্পিত, বিভাজন সৃষ্টির চক্রান্ত: বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৫, ০৫:৫০ পিএম

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা পরিকল্পিত, বিভাজন সৃষ্টির চক্রান্ত: বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার, ১৪ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল চক্রান্ত শুরু করেছে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। মিটফোর্ডের ঘটনা অন্তত পরিকল্পিত, বিভাজন সৃষ্টির চক্রান্ত।’

বিএনপি বারবার চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত বুধবার সন্ধ্যার কিছু আগে, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতেই একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও তার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অবশ্য অভিযুক্তদের বহিষ্কারের পরও সমালোচনা এড়াতে পারেনি বিএনপি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ বেশ কিছু রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কড়া সমালোচনা করছেন।

বিএনপির সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও দাবি করেছেন, বিএনপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়েছে। 

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে বিতর্কিত করতে মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত। হত্যাকারীর সাথে এনসিপি নেতার ছবি থাকলেও বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।’

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সমালোচনা করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘হেফাজতের ওপর যখন হামলা হয় তখন চরমোনাই পীর কোথায় ছিলেন? হাসিনার পা চাটতে চাটতে শেষ হয়ে এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।’

তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘তার প্রত্যাবর্তন কেউ আটকাতে পারবে না। তবে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জীবন হুমকির মুখে।’

Link copied!