বন্যায় ১১ জেলায় ২১.৬ শতাংশ টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ১০:৪৯ এএম

বন্যায় ১১ জেলায় ২১.৬ শতাংশ টাওয়ার অচল

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল অপারেটর কোম্পানির অনেক টাওয়ার। জানা গেছে, পর্যাপ্ত সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার পরও বন্যার পানি জমার কারণে এরই মধ্যে ১১টি জেলায় পানিতে তলিয়ে ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল আটটা পর্যন্ত বন্যায় প্লাবিত ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি টাওয়ারের মধ্যে ৫ হাজার ৪৭৬টি সাইট সচল আছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সেই অনুযায়ী অচল টাওয়ারের হার ২১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ির টাওয়ার। এসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত টাওয়ারের হার যথাক্রমে ৪২ দশমিক ৪ শতাংশ ও ৪১ দশমিক ৫ শতাংশ। তবে অচল টাওয়ারগুলো দ্রুত সচলের ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এদিকে বন্যাদুর্গত এলাকায় টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানের বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লাসহ অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

Link copied!