এশিয়ান কাপ বাছাই

হামজা, সামিত ছাড়াও ২৬ জনের জাতীয় দলে আর কারা ডাক পেলেন?

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৫, ০৬:৩১ পিএম

হামজা, সামিত ছাড়াও ২৬ জনের জাতীয় দলে আর কারা ডাক পেলেন?

ছবি: সংগৃহীত

ফাহামেদুল ইসলাম আজই ঢাকায় এসে পৌঁছেছেন। সব ঠিক থাকলে হামজা চৌধুরী আগামী ২ বা ৩ জুন ঢাকায় আসার কথা। সামিত ৪ জুন। বাংলাদেশ দলের ক্যাম্প অবশ্য ৩০ মে থেকেই শুরু হয়ে যাবে।

দিন যত এগোচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ নিয়ে রোমাঞ্চ ততই বাড়ছে। টিকিট নিয়েই কী এক হুজ্জত হলো, যা একদিক থেকে বাংলাদেশের ফুটবল নিয়ে সমর্থকদের নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিতই দেয়।

এই রোমাঞ্চের মধ্যেই আজ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ৩০ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন। তালিকায় হামজা, সামিত, ফাহামেদুলদের সবাই আছেন।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হবে দেড় শ কোটিরও বেশি টাকা আর চার বছরেরও বেশি সময় খরচ করে সংস্কার দেখা ঢাকা স্টেডিয়ামের। তবে নতুন রূপ পাওয়া স্টেডিয়ামটার পথচলা শুরু হয়ে যাবে সিঙ্গাপুর ম্যাচের আগেই, আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচটাও বাংলাদেশ খেলবে ঢাকা স্টেডিয়ামে।

এশিয়ান কাপ বাছাইপর্বে গত মার্চে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ, যে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এবার তাঁর সঙ্গে যোগ হতে যাচ্ছেন প্রবাসী ফুটবলার সামিত আর ফাহামেদুলও।

এবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুরও অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ০ – ০ ড্র করেছে হংকংয়ের সঙ্গে।  

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল-আমিন ও সুমন রেজা।

Link copied!