রাজধানীর বংশালে একটি ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে সাগর (২৫) সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন ( ১১ শতাংশ), দগ্ধ অন্যান্য ব্যক্তিরা হলেন রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। তাদের দগ্ধতার হার ১ থেকে ৭ শতাংশের মধ্যে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ ছয়জনকে পুরান ঢাকার আগামীহ লেন এলাকা থেকে হাসপাতালে আনা হয়। বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানানো হয়েছে।