চীনের সঙ্গে একতরফা সম্পর্ক রেখেছিল আওয়ামী লীগ: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৫, ০৮:৩১ পিএম

চীনের সঙ্গে একতরফা সম্পর্ক রেখেছিল আওয়ামী লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফা একটি সম্পর্ক ছিল, যা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে এবং এখন সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে।”

আজ বিকেলে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, “চীন শুধু একটি দলকে নিয়ে ভাবছে না, বরং দেশের সার্বিক উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা বিনিয়োগে আগ্রহী এবং সব রাজনৈতিক দলকেই সমান গুরুত্ব দিচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি দিক।”

নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার এবং নির্বাচন দুটি আলাদা বিষয় নয়। সংস্কারের কাজ চলবে তার নিজস্ব গতিতে, আর নির্বাচন হবে তার নির্ধারিত নিয়মে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতের ভিত্তিতে ক্ষমতায় এসেছে এবং তারা সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে মতামত দিয়েছি। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকবে এবং বিজয়ী দল তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।”

বিএনপির ৩১ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অতীতেও আমাদের ৩১ দফার ভিত্তিতে কাজ করেছি এবং এখনো তা অনুসরণ করছি। সাংগঠনিকভাবে আমরা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছি, এমনকি বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমেও জনগণের সঙ্গে যোগাযোগ রাখছি।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং বিএনপি সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশীদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!