মার্চ ২৭, ২০২৫, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসে জনপ্রতি মাসিক ১২ ডলার বরাদ্দ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।
বৃহস্পতিবার, ২৭ মার্চ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ডেইলি স্টার।
তিনি জানান, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার ও ভাসানচরে অবস্থানরতদের জন্য ১৩ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে।
ডব্লিউএফপি এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে উল্লেখ করেন মিজানুর রহমান।
আরআরআরসি মিজানুর আরও জানান, ডব্লিউএফপি নিশ্চিত করেছে যে তহবিল সংকট স্বত্ত্বেও খাদ্য সহায়তা একইরকম থাকছে।
‘এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে,’ বলেন তিনি।
ডব্লিউএফপি এর আগে তহবিল সংকটের উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে জনপ্রতি ৬ ডলারে নামানোর কথা জানিয়েছিল।
গত ৫ মার্চ আরআরআরসি খাদ্য সহায়তা কমানো সংক্রান্ত ডব্লিউএফপির চিঠি পেয়েছিল।