মার্চ ৩১, ২০২৫, ০৬:৩০ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
শাহবাজ শরিফ জানান, বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করতে তাঁরা যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি জানান, আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ ঢাকা সফর করবেন। সফরে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
এছাড়া, ড. ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
শাহবাজ শরিফ এক্স পোস্টে লেখেন, "পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"