ঐক্যের আহ্বান জানালেন ড. ইউনূস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৫, ১০:৩১ এএম

ঐক্যের আহ্বান জানালেন ড. ইউনূস

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে জনসাধারণের সাথে কুশল বিনিময় করছেন ড. ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "আজ ঐক্য গড়ার দিন। আমরা যে নৈকট্য ও ঐক্য তৈরি করেছি, তা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন অবশ্যই পূরণ করব। আমরা নতুন বাংলাদেশ গঠন করব, ইনশাল্লাহ।"

ড. ইউনূস আরও বলেন, "ঈদ হলো দূরত্ব ঘোচানোর, ভালোবাসা ও সৌহার্দ্যের দিন। আমরা চাই এই ঐক্য যেন স্থায়ী হয় এবং জাতি সম্মিলিতভাবে এগিয়ে যায়।" 

বক্তব্যের শেষে তিনি ঈদগাহে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

Link copied!