মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৫, ১২:০৬ পিএম

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়াল

ভূমিকম্পে মিয়ানমারের ধসে পড়া ভবনে উদ্বার অভিযান চলছে। ছবি: রয়টার্স

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তিন দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চলমান গৃহযুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকার নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মান্দালয়ে ধসে পড়া ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনা উদ্ধারকর্মীদের প্রচেষ্টায় একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার দৃশ্য সিসিটিভির  ফুটেজে দেখা গেছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৬৫ জনে পৌঁছেছে, আহত প্রায় ৪ হাজার এবং নিখোঁজ রয়েছেন ২৭০ জন। জান্তা সরকার এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে।

এদিকে, বিদ্রোহী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) দাবি করেছে, ভূমিকম্পে অন্তত ২ হাজার ৪১৮ জন প্রাণ হারিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করেছে, দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

Link copied!