মার্চ ৩১, ২০২৫, ০৪:৫৮ পিএম
ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া । ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টায় রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক আহত হন, তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ধাওয়া দেয়। পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণেরও খবর পাওয়া গেছে।
ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। তারা অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা হয়েছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।” বিএনপি নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, “এটি বড় কোনো ঘটনা নয়, শুধু ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সামান্য ঝামেলা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”